প্রধানমন্ত্রীকে ‘হাসিনা’ সম্বোধন করায় খালেদা জিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
0
4
3325
0
4
3325
সম্প্রতি এক ব্ক্তৃতায় বিএনপি চেয়ারপারসনের ওই সম্বোধনের প্রতিক্রিয়ায় সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বক্তব্যে এই ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনার এই ফুপাত ভাই।
শেখ সেলিম বলেন, “খালেদা জিয়া লাগামহীন কথা বলছে। বেয়াদব। প্রধানমন্ত্রীকে ‘হাসিনা-হাসিনা’ বলে। প্রধানমন্ত্রী সম্পর্কে কিভাবে কথা বলতে হয় জানে না।”
এই জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে তুমি সম্বোধন করে শেখ সেলিম বলেন, “যখন তোমার স্বামী তোমাকে ঘরে নিতে চায় নাই, তখন তো ৩২ নম্বরে (বঙ্গবন্ধু ভবন) গিয়ে বসে থাকতা।”
বর্তমান সরকারকে ‘অবৈধ’ বলে দেওয়া খালেদা জিয়ার বক্তব্যকে ‘অবৈধ’ আখ্যায়িত করেন আওয়ামী লীগের এই নীতি-নির্ধারক।
“তুমি তোমার অবৈধ কথা বাদ দাও। তোমার আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেবে না।”
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়ার কর্মকাণ্ডকে ‘মানবতাবিরোধী’ দাবি করে শেখ সেলিম বলেন, “আগামীকে এজন্য বিএনপি চেয়ারপারসনেরও বিচার হবে।”
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: