ফেসবুক কর্তৃপক্ষের কাছে ব্যবহারকারীর তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার।
ফেসবুক কর্তৃপক্ষের কাছে ১৭ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে পাওয়া এ ধরনের অনুরোধ নিয়ে ষান্মাষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষ।প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি-জুন সময়ে মোট সাতটি অনুরোধের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১৭ জন ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়েছে। তবে ফেসবুক কর্তৃপক্ষ কারো সম্পার্কেই তথ্য দেয়নি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ বছর প্রথম ছয় মাসে সারা বিশ্বে সরকারিভাবে ফেসবুক ব্যবহারকারীর তথ্য চাওয়ার হার গত বছরের দ্বিতীয়ার্ধের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে।
গত বছরের প্রথমার্ধেও (জানুয়ারি-জুন) ১২ জন ফেসবুক ব্যবহারকারীর তথ্য চেয়েছিল সরকার, যদিও সে অনুরোধে সাড়া দেয়নি ফেসবুক কর্তৃপক্ষ।
অবশ্য গত বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) সরকারের অনুরোধে বাংলাদেশ থেকে তিনটি কনটেন্ট দেখার সুযোগ ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ রাখে বলে এতে জানানো হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

0 comments: