বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়েছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর
বিনোদন ডেস্ক: টেলিভিশনের সরাসরি অনুষ্ঠান
কিংবা কনসার্টে অংশ নিয়ে বিভিন্ন সময় বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়েছেন
সংগীতশিল্পী আঁখি আলমগীর। কিন্তু এবারই প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকে তিনি বিব্রতকর অবস্থায় পড়েছেন।
বৃহস্পতিবার রাতে আঁখি আলমগীর তার নিজস্ব
অ্যাকাউন্টে লেখেন, ‘ফেসবুকে কিছু অপদার্থ আছেন, যারা বুঝে না বুঝে আলতু
ফালতু কমেন্টস করে থাকেন। তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে আজে বাজে কমেন্টস
করে, কমেন্টস বক্সটা পূর্ণ করবেন না। ফেসবুক কিছু ভালো মানুষও ব্যবহার করে।
সবাই আপনাদের মতো না। দয়া করে কেউ বাজে কমেন্টস করবেন না। সবাইকে
ধন্যবাদ।’
সংগীতশিল্পী আঁখি আলমগীরের নামে ফেসবুকে
বেশ কয়েকটি অ্যাকাউন্ট আছে। যদিও তিনি নিজে একটি অ্যাকাউন্ট পরিচালনা করেন।
আর সেখানেই বিভিন্ন সময় বাজে কমেন্টস কিংবা অশোভন মন্তব্যের শিকার হচ্ছেন
তিনি। এতদিন চুপ করে সব সহ্য করলেও এবারই প্রথম বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই
শিল্পী।
Subscribe to:
Post Comments (Atom)

0 comments: