গোলাম আযম মারা গেলেন

 মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযম মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোলাম আযমের পারসোনাল ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোলাম আযম মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে তার লাইফ সাপোর্ট খুলে দিতে বলা হয়েছে।  চিকিৎসকরা বলেছেন, হাসপাতালের ফরমালিটিস শেষ করে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হবে। 

এর আগে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় রাত পৌনে ১০টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

0 comments: