ভিক্ষাবৃত্তি বন্ধে আইন করা হয়েছে সৌদি আরবে

 দেশটির সমাজকল্যাণ মন্ত্রণালয় এ ব্যাপারে একটি আইন করেছে, যাতে কেউ ভিক্ষাবৃত্তি না করে। যদি কোনো সৌদি নাগরিক ভিক্ষা করেন তাহলে তার জেল অথবা জরিমানা হবে অথবা দুটিই হতে পারে। সৌদি আরবের শরিয়া আদালতের মাধ্যমে এ দুটি শাস্তির বিধান চালু করেছে সৌদি সরকার।
সৌদি আরবের পূর্ব প্রদেশের সমাজকল্যাণমন্ত্রী সাঈদ আল ঘামদি জানান, আগে সৌদি ভিক্ষুকদের সংখ্যা কমাতে তাদেরকে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আয় করার ব্যব¯’া করতেন। কিন্তু এখন থেকে আর এ সুযোগ দিবেন না তারা।
এ বৃত্তির সাথে যারা জড়িত থাকবে সে সব সৌদি নাগরিক জেলে যাবে বা জরিমানা দিবে আর বাইরের দেশের নাগরিকদের পাসপোর্ট বিভাগের মাধ্যমে নিজের দেশে ফেরত পাঠানো হবে।
এক পরিসংখানে দেখা গেছে সৌদি আরবের মধ্যে প্রায় ২৫ হাজার ভিক্ষুক রয়েছে তার মধ্যে প্রায় ২ হাজার সৌদি আরবের। সৌদি নাগরিকরা তাদের কাজের অবসরে দ্বিতীয় পেশা হিসেবে ভিক্ষাবৃত্তিকে বেছে নেন। এই অব¯’া থেকে উত্তরণের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় এমন কার্যক্রম হাতে নিয়েছেন।

0 comments: