বাংলাদেশি ছেলেদের প্রতি আগ্রহ ইন্দোনেশিয়ান মেয়েদের



বাংলাদেশি ছেলেদের প্রতি রহস্যজনকভাবে আগ্রহ রয়েছে ইন্দোনেশিয়ান মেয়েদের। কিছু বাংলাদেশি আছেন যারা স্বপ্ন বুনতে এসে অন্যের স্বপ্ন বোনার ‘বলি’ হয়ে যান। খোলাসা করে বললে, ইন্দোকন্যাদের বলি হন।
জীবনের ঝুঁকি নিয়ে কেউ সাগরপথে, কেউ আকাশপথে পাড়ি জমান স্বপ্নের দেশ মালয়েশিয়ায়। স্বপ্নে ঘোরে ভাগ্যের চাকা। কষ্টে কাজ জোটানো, তারপর একটু মাথা উঁচু করে বাঁচার আশা।
অতঃপর স্বপ্নের বসতি গড়া। এই স্বপ্নের বসতিতে হঠাৎ হানা ইন্দোকন্যার। প্রেমের ফাঁদ পেতে সর্বস্ব কেড়ে নেয় অতঃপর সরে পড়ে সেই ‘প্রেমকন্যা’।
মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ানদের আগমনের পথ অনেক বেশি সহজ প্রতিবেশী হওয়ার কারণে। ইন্দো মেয়েরা অনেক বেশি কর্মঠ। তাদের চাতুর্য এর চেয়েও বেশি।পেনাং, জোহর বারু, কেদাহ প্রদেশের শিল্প কারখানাগুলোতে হাজারো বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান কাজ করে।
প্রতিনিয়ত এই প্রেম কন্যাদের ফাঁদে আটকে যাচ্ছে হাজারো তরুন থেকে মাঝবয়সীরা দেশ থেকে দূরে গিয়ে কিছুটা প্রশান্তি পাওয়র আশায় বার বার পা দিচ্ছে ইন্দোকন্যাদের প্রেমের ফাঁদে !

বাংলা এক্সপ্রেস টোয়েন্টিফোর ডটকম/এসএ 

0 comments: